Tuesday, May 21, 2013

কলিং বেল

সার্ভিস ডিজাইন ল্যাবের হোমোয়ার্কের মধ্যে কলিং বেলের প্রতীক আঁকাইলাম।
সেই থেকেই মনে পড়ল এ মাসের শুরুতে যখন বাসায় গেছি, দেখি বাসার কলিং বেলের টোন চেঞ্জ হয়েছে। ছোটবেলা থেকেই বাসার কলিং বেলে লম্বা-চওড়া মিউজিক্যাল টোন শুনে আসছি। এবারই প্রথম শুনলাম ক্লাসিক ধরণের "ক্রিং" মার্কা টোন। কেন? আম্মুক্ব জিজ্ঞেস করলে বলেছিল আব্বুর অত বড় টোনে ভাল্লাগছিল না। বাসার কলিং বেলের "বেল"টা আব্বুদের রুমের জাস্ট বাইরে, ঐ ঘর থেকেই সবচেয়ে জোরে শোনা যায়। আব্বুর যেন পেইন না লাগে, তাই মিউজিক্যাল টোন বাদ দিয়ে ছোট টোন।
ঐবার বাসায় যখন ছিলাম তখনই আব্বুর অনেক বেশি গরম লাগছিল বলে মুভেবল এয়ার কুলার কিনে আনে ভাইয়া, যখন আব্বু যে রুমে তখন সেখানে নিয়ে যাওয়ার জন্য।
আব্বু সলিড কিছু খেতে পারছিল না বলে বাসায় হরলিক্স, গ্লুকোজ, গুঁড়ো দুধ এসব ভরিয়ে দেওয়া হয়। অসংখ্য ফল ছিল বাসায়, কারণ জ্যুস/শরবত খেতে পারছিল। সহজে স্যুপ বানানোর সরঞ্জাম রেডি ছিল।

আব্বুর লাংস ক্যান্সার ধরা পড়ে মার্চের শেষের দিকে। ধরা পড়ার পর দেড় মাস মাত্র বেঁচেছিল আব্বু।

এখনও আমাদের বাসা ভর্তি ফল, অনেক হরলিক্স-গ্লুকোজ বলে আমাকে দিয়ে দিয়েছে কিছু, কিছু ভাইয়াকে, কিছু আরও কাউকে।
আব্বুর পেনড্রাইভ, ইবুক রিডার পড়ে থাকত বাসায় পিসির পাশে। এখন আমার কাছে।
ড্রইং রুমে এখনও কুলারটা পড়ে আছে, হয়তো অনও করা হয় মাঝে মাঝে।

আব্বুর দাফন শেষে বাসায় ছিলাম যখন, অল্প-কয়বারই বেল বাজিয়েছি। ক্রিং করে শব্দটা হয়েছে। শুধু মনে হয়েছে, এখন আর আব্বুর সমস্যা হচ্ছে না মিউজিক্যাল টোনে। ছোট টোনে কোন সমস্যা দূরও হচ্ছে না আব্বুর। হচ্ছে না আর কিছুই।