Wednesday, January 02, 2013

"আমি ও আমার দাঁত"

আমার নিজের যদ্দুর মনে পড়ে ক্লাস টি বা থ্রি থেকে আমার দাঁত বেশ খানিকটা হলুদ। ঠিক সাধারণ না। দেখতে মনে হয় একটু খারাপই লাগে। ছোটবেলায় অনেক শুকনা-পটকা-দুর্বল একটা ছেলে ছিলাম। এই অসুখ-সেই অসুখ লেগে থাকত। আমিও থাকতাম বিভিন্ন ওষুধের উপর। কোন কোনটার সাইমেল্টেনাস রিএকশনের কারণে হয়তো সাদা রঙ হারায় গেছে। যাই হোক গায়ে লাগাই নাই আর কি বেশি। ছোট ছিলাম, দাঁতের রঙের মত আনইন্টারেস্টিং বিষয় নিয়ে চিন্তা করার সময় কই?
সমস্যাটা হইলো যখন বুঝলাম অন্যদের চোখে পড়ে জিনিসটা। আর এইটা আমারে কিঞ্চিত অস্বাভাবিক হিসেবে এস্টাব্লিশ করছে। প্রথম প্রথম এক দুইজন জিজ্ঞেস করতো "তোমার দাঁতে কোন সমস্যা আছে?"। পরের দিকে আর জিজ্ঞেস-টিজ্ঞেস করার ব্যাপার নাই, মোটামোটি ভালো সম্পর্ক যাদের সাথে তারা পরামর্শ দিত "নিয়মিত দাঁত মাজার অভ্যাস কর, নাহলে অনেক ক্ষতি হবে"। কিঞ্চিত খারাপ সম্পর্ক যাদের সাথে তারা আবর্জনার স্তুপ-টুপের সাথে তুলনা করে ফেলে এরকম অবস্থা। 
তো এসবে আমার প্রতিক্রিয়া কি হইল? আমি ব্যাপারটা নিয়ে কিঞ্চিত ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে শুরু করলাম। কথা বলার সময় মুখ বেশি ফাঁক করা যাবে না। হাহা করে প্রাণ খুলে হাসা যাবে না, পারতপক্ষে হাসি জিনিসটাকেই অ্যাভয়েড করতে হবে, যদি কখনো হেসেও ফেলি আটকাতে না পেরে, সাথে সাথে একটা হাত মুখের সামনে এনে দাঁতের ভিউ লুকাতে হবে। পুরাই গম্ভীর, ভীতিকর, ভাবিস্ট একজন মানুষ আর কি(আমি বলছি না আমার স্কুল লাইগে গম্ভীর, কিঞ্চিত অসামাজিক হওয়ার কোন ইম্পর্ট্যান্ট কারণ দাঁতের রঙ, তবে একটা কারণ তো বটেই)।
যাই হোক, আরেকটু বড় হলাম, বুঝতে শিখলাম কিছুমিছু। বুঝলাম আমার দাঁতের রঙ আসলে কাছের লোকজনের জন্য সেরকম সমস্যা না। ইন ফ্যাক্ট কারও জন্যই কোন সমস্যা না। সমস্যা যা সেইটা আমারই। এই হলুদ রঙের দাঁতের জন্য আমি হাসতে পারব না, সেইটা তো মেনে নেওয়া যায় না। সব ছবিতে আমি ঠোঁট চেপে ধরে গম্ভীর লুক দিব সেইটাও তো কাজের কিছু হল না। তাই আমি আবার আমার দাঁত বের করা শুরু করলাম। বিকট অট্টহাসি দেওয়া শুরু করলাম। এইটা কলেজের কথা। এখন অবস্থাটা এমনই দাঁড়িয়েছে যে মানুষজন আমার ছবি দেখে জিজ্ঞেস করে "ভাই তোর কি আদৌ কোন ছবি আছে যেখানে তোর দাঁত বের করা না?"। আমিও হেহে করে যাই। মানুষ এখন আবার আইসা দাঁত নিয়ে পচায়, ছবির ক্যাপশন দিয়ে দেয় "রুশো ও তার দাঁত"। আমিও পচি। আমারই তো দাঁত, হলুদ-টলুদ যাই হোক। আমি বের করে হাসতেই পারি। এটা নিয়ে কেউ মজা করতেই পারে, তার সাথে সাথে আমিও নাহয় মজা নিলাম। 
:D :D

No comments:

Post a Comment