মোটা দাগে মানুষ যখন "অধিকার" চায়, দুই ধরণের অধিকার বেশি চাইতে দেখি।
এক, নিজে কী করতে পারব তার অধিকার।
দুই, অন্য মানুষের কাজে বাধা দেওয়ার "অধিকার"।
তবে এইখানে দুই নম্বর নিয়ে মানুষকে বেশি চিন্তিত করতে পারলে সবচেয়ে সুবিধা মনে হয় ক্ষমতাশীল ছাড়া কারো না। কারণ দিন শেষে এক দল মানুষকে পায়ের নিচে রাখতে পারলে একই স্কিল আরেক দলের পিছে লাগতে না পারার কোন কারণ নাই।
তাই, আপনি পর্দা করে কেন ডিসক্রিমিনেশন এর স্বীকার হচ্ছেন তার জবাব চাইলে আপনি সঙ্গী করেন সেই মানুষকে যে রেল স্টেশনে জিন্স পড়ার জন্য অপমানিত হয়েছে (এবং ভাইস ভার্সা)।
কোন মতবাদেরই সেই মানুষগুলো, যাদের কাজ ধর্ম বা ফিলসফিকে কাজে লাগিয়ে অন্যদের দমিয়ে রাখে, তাদের কাছে সাহায্য পাবেন না। বরং উল্টো এই কারণেই feminists for muslims, বা gays for palestine দেখবেন আপনি। মজলুমের লড়াই একসাথে। আপনার লড়াইয়ে কার সাথে দাঁড়ানো উচিত খেয়াল করে দাঁড়িয়েন।
No comments:
Post a Comment