Thursday, December 12, 2013

বাকুমান (Bakuman) মাঙ্গা/আনিমে রিভিউ

বাকুমান মাঙ্গা পড়া এবং আনিমে দেখা, দুই ধরণের অভিজ্ঞতা হওয়ার পরেই রিভিউ লিখছি। কিছুটা পার্শিয়াল হতে পারি, আমার প্রথম পড়া স্লাইস অফ লাইফ। এবং সম্ভবত প্রথম আনিমে, যেটার মাঙ্গা পড়া থাকার পরেও অনেক আগ্রহ নিয়ে আমি আনিমেটা দেখেছি। এবং সত্যি বলতে এরকম মাঙ্গা আর হওয়া সম্ভব বলেই আমার মনে হয় না। পড়া শুরু করেছিলাম শুধুমাত্র এই কারণে যে বাকুমানের লেখক-আর্টিস্ট হচ্ছেন ডেথ নোটের লেখক-আর্টিস্ট সুগুমি ওহবা, তাকেশি ওবাতা। ডেথ নোটের কারণেই হয়তো অন্য কিছু আশা করে গেছিলাম। গিয়ে পেয়েছি পুরোপুরি অন্যরকম এক জিনিস। যাই হোক শুরু করি।
মরিতাকা মাশিরো আপাতদৃষ্টিতে একজন সাধারণ জাপানিজ মিডল স্কুল ছাত্র। সে একসময় খুব ভালো ছবি আঁকাতো, হতে চাইতো তার চাচা, মাঙ্গাকা নবুহিরো মরিতাকার মত। কিন্তু চাচার মৃত্যুর পর বড্ড বেশি উদাসীন হয়ে পড়ে সে। তার বাবা-মা ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্বন্ধে জানতে চাইলে কিছু বলতে পারে না, নিজের মত করে কোন স্বপ্ন দেখতে পারে না, পারে না আজুকি মিহো, যাকে অনেকদিন ধরে পছন্দ করে সে, তার সাথে গিয়ে কথা বলতে।
এই অবস্থায় হঠাৎ করেই তাকে অ্যাপ্রোচ করে ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র তাকাগি আকিতো। জানায় তার স্বপ্নের কথা, সে হতে চায় জাপানের সবচেয়ে বড় মাঙ্গাকা। সে চায় মাশিরো তার লেখা গল্পের সাথে ছবি আঁকাক। মাশিরোকে কনভিন্স করানর জন্য সে তাকে নিয়ে যায় আজকি মিহো’র বাসায়। সেখানের কথোপকথন থেকেই মাশিরো আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করে, যে স্বপ্ন জড়িয়ে যায় আজুকি আর তাকাগির সাথে। বাকুমানের বাকি কাহিনী তাদের স্বপ্নপূরণের কাহিনী।
bakuman-349320
সামারি দেওয়া শেষ, এবার রিভিউ:
বাকুমানের ক্যারেক্টারাইজেশন বেশ ইন্টারেস্টিং। প্রধান দুই প্রোটাগোনিস্টের চরিত্র শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ভালোভাবে ডেভেলপড হয়েছে। তাকাগি’র লেখার স্টাইল, মাশিরোর আঁকার স্কিল, মোটকথা তাদের মাঙ্গার ধরণ নিয়ে এক্সপেরিমেন্টের সাথে সাথেই যেন তারা নিজেদের জীবন নিয়েও এক্সপেরিমেন্ট করতে থাকে।
এর প্যারালালি চলতে থাকে মাশিরো আর আজুকির প্রেমকাহিনী। এটা সম্বন্ধে আমি এতটুকুই বলব, বাকুমান পড়া/দেখার সময় একটা সময় গিয়ে এরকম একটা সম্পর্ক থাকার কথা আপনি নিজে চিন্তা করবেন না তা সম্ভবই না।
এবং তার সাথে আরেকটা যে সম্পর্কের কথা না বললেই না তা হল মাশিরো-তাকাগির সাথে, তাদের রাইভাল, নিজুমা এইজির সম্পর্কে। নিজুমা এইজি সম্ভবত বাকুমানের সবচেয়ে ‘রঙচঙে’ ক্যারেক্টার। পুরো সিরিজ জুড়েই যখনই প্যানেলে এইজি থাকে, মনোযোগ তার দিকে যেতে বাধ্য। ওয়ান পিস ফ্যানদের উদ্দেশ্যে বলছি, এইজির চরিত্র অনেকটাই ওয়ান পিসের মাঙ্গাকা এইচিরো ওদার কথা ভেবে লেখা। যাইহোক বাকুমান, সবকিছুর পরেও একটা শৌনেন মাঙ্গা। সুতরাং, এটাতে লড়াই থাকবেই। কিন্তু টিপিক্যাল শৌনেন লড়াই থেকে এখানকার সব লড়াইও অন্যরকম, প্রতিপক্ষরাও সবাই, শুধু এইজি না, অন্যরকম। এবং ‘Rivalry’ শব্দটা এত সুন্দরভাবে ডিফাইনড হতে আর কোন মাঙ্গা/আনিমেতে দেখেছি বলে মনে পড়ে না।
বাকুমানের সাপোর্টিং কাস্ট খুবই ভালো, শুধুমাত্র মূল চরিত্রগুলো না। সাইড ক্যারেক্টার হিসেবে এসে ফুকুদা শিনতা বা আওকি কো যদি আপনার প্রিয় চরিত্র হয়ে যায়, তাও আসলে কিছু বলার নাই। বাকুমানের ব্যাপারে একটা অভিযোগ আসে যে এর নারী চরিত্রগুলো সেভাবে ডেভেলপড না। প্রথম দিকে কখনো কখনো এটা মনে হলেও পরের দিকে গিয়ে এটা মোটামোটি কাটিয়ে ওঠেন ওহবা সেনসেই।
ক্যারেক্টারাইজেশন নিয়ে অনেক কথা হয়ে গেছে। গল্প নিয়ে একটু বলি। মনে হতে পারে দুজন উঠতি মাঙ্গাকার জীবনে কি এমন ঘটতে পারে যা নিয়ে মাঙ্গাই লিখে ফেলা সম্ভব। বাস্তব-অবাস্তব সব ধরণের সিনারিও মিলিয়ে পুরো গল্পটা আসলেই অনেক অসাধারণ। আর আগে যেরকম বললাম, শৌনেন মাঙ্গার লড়াই সম্বন্ধে আপনার আইডিয়াটাই পরিবর্তিত হয়ে যাবে বাকুমানের পর। তারপর, ডেথ নোটের আর এটার মাঙ্গাকা একই শুনে যারা ভাবছেন, তাহলে নিশ্চয়ই খুব গম্ভীর ধরণের সেটাপ হবে, হাসির এলিমেন্ট থাকবে না, তারাও ভুল করছেন। বাকুমান স্টোরির সেটাপ, ডায়ালোগ, ক্যারেক্টার বিহেভিয়ার সব কিছু মিলিয়েই প্রচণ্ড হাস্যরসাত্মক একটি মাঙ্গা, গ্যাগ মাঙ্গা না হয়েও।
যাই হোক, শেষ কথা হচ্ছে: কখনো যদি আপনি লিখালিখি বা এ ধরণের কিছুর জন্য কলম হাতে নিয়ে থাকেন, ছবি আঁকা যদি আপনার প্যাশন হয়ে থাকে, যদি মারত্মক উচ্চাভিলাষী কোন স্বপ্ন থেকে থাকে আপনার, অথবা আপনি যদি এখনও ভীষণ রোমান্টিক কোন আইডিয়া নিয়ে বসে থাকেন, বাকুমান আপনার ভাল্লাগবেই।
এবং নিশ্চিত ভাবেই প্রকৃত মাঙ্গাকাদের জন্য, মাঙ্গা/আনিমের সাথে জড়িত সবার জন্য একটা অন্যরকমের সম্মান তৈরি হয়ে যাবে।
রেটিং:
মাঙ্গা: MyAnimeList rating: 8.54, আমার রেটিং: 9
আনিমে: MyAnimeList: 8.36, আমার রেটিং 8
Bakuman。.full.1225692

Friday, September 20, 2013

Paprika

এইটা মূলত একটা ফেসবুক গ্রুপে পোস্ট করেছিলাম। রিভিউ বলা চলে না, পাপ্রিকা'র মত মুভির রিভিউ দেওয়ার মত সাহস আমার নাই, দেখার সাজেশন ধরণের লেখা।

পরিচালক সাতোশি কন। বেশ ভালো এবং বিখ্যাত পরিচালক। Perfect Blue তার সিনেমা, সেইটাও অনেক ভালো।
যাই হোক, Paprika’র শুরুটা এমন, একটা কোম্পানির R&D বিভাগ একটা যন্ত্র আবিষ্কার করেছে, মিনি ডিসি, যার মাধ্যমে মানুষের স্বপ্ন দেখা যায়। একাধিক জন একসাথে সেটা ব্যবহার করলে স্বপ্ন শেয়ারও করা যায়। এই যন্ত্র ব্যবহার করে স্বপ্নের মধ্যে গিয়ে সাইকোথেরাপি দেওয়ার চেষ্টাও করা হয়। তো একদম শুরুতেই এই যন্ত্র দুইটা চুরি যায়। এবং সেই চুরি যাওয়া যন্ত্র দিয়ে এই যন্ত্র ব্যবহারকারী অন্যদের স্বপ্নে প্রবেশ করে ঝামেলা করা যেতে পারে বলে সেটা নিয়ে প্যানিক সৃষ্টি হয়। চোরের পিছনে খোঁজ লাগায় মিনি ডিসির প্রধান দুই ডেভলেপার ও তাদের চীফ। এবং এরপর নানা ঘটনা ঘটতে থাকে।
আরেকদিকে থাকে এক পুলিশ অফিসার, সে তার মত করে একাধিক দিক দিয়ে এর মধ্যে জড়িয়ে যায়, এবং ডিসি মিনির গল্পের মধ্যে তার স্বপ্নের গল্পও বেশ সুন্দর মত চলে আসে।
যাইহোক, রিভিউ লিখতে গিয়ে সামারি লিখা শুরু করেছিলাম। Paprika’র গ্রাফিক্স, আর্টওয়ার্ক, সব বেশ ভালো। ড্রিমওয়ার্ল্ডের প্রেজেন্টেশন বেশ সুন্দর/কালারফুল/বোল্ড। স্টোরিলাইন যথেষ্ট গ্রিপিং। ফিল্মটা মনে হয় মূলত একটা সাইফাই, কখনও স্বপ্নের মধ্যে ঢুকে যাওয়ার জন্য একটা ফ্যান্টাসি ভাব আসে, আবার কখনও বা মনে হয় একটা ডিটেক্টিভ স্টোরির মত। ক্যারেক্টার বিল্ডাপ খুব ভালো।
তবে পুরোটা দেখে আমার এ মুভি সম্বন্ধে যেটা মনে হইসে, এটা সেই ধরণের মুভিগুলোর একটা যেটার logical soundness নেসেসারি না, পুরোটার সবকিছুর লজিকাল এক্সপ্লেনেশন বুঝে বুঝে দেখাটা নেসেসারি না। এটা সেই ধরণের মুভি যেটার বেলায় বলা যেতে পারে, you go with the flow. “এটা কী হচ্ছে” “কেন হচ্ছে” মনে না হয়ে জাস্ট ধরে নেওয়া যাইতে পারে, “হচ্ছে, দেখতে থাকি” এবং তারপরেও অসাধারণ লাগবে। (কেউ যদি বুঝে না থাকেন আমি আসলে কি বলতে চাচ্ছি, তাহলে দুঃখিত। ঠিক ব্যাখ্যা করতে পারছি না এরকম আমার মনে হয়েছে রিসেন্টলি আরও একটা মুভি দেখে, Donnie Darko, এনিমে না অবশ্য)
**কেউ কেউ বলে থাকে এই মুভিটার কিছু আইডিয়া হয়তো Christopher Nolan এর Inception এর জন্য inspiration হিসেবে কাজ করতে পারে।

মুভির ট্রেইলার:

Monday, July 22, 2013

Harry Potter and the Case of Temporal Paradox

A question many people think that will leave Harry Potter fans speechless is "Why wasn't the Time Turner used to go back in the past and solve all the problems beforehand in stead of all this bloody struggle?"

Well here's why. When someone goes to the past and tries to change it, there's no telling what would actually happen(well duh, no one's managed to try it yet). So all we can do is formulate theories about what will happen. Often logical paradoxes are created because of these theories. For example, consider the very famous question "What will happen if you go to the past and kill your grandpa before your father was born? You wouldn't exist then, and if you didn't exist who'd be the one going back and killing your grandpa? And if no one goes back to kill your grandpa, would you exist? And then what would happen and so on...". First of all, how twisted a mind someone would need to think to themselves "Hey what would happen if I tried to erase myself from existence?" is beyond me. Secondly, why is it always the grandpa? Maybe because killing your grandpa sounds less evil than patricide/matricide? I dunno, maybe.

Now if you indeed lived in this world and were so inexorably stupid, what would happen? Well in this world, it seems that JK Rowling treated all paradoxes with the theory that "you can't change the past". Whoa! What? "I'm going to the past to cause anarchy, didn't you hear? How will that not change anything?" Well yeah I did hear you, loud and clear, and I'm telling you that you couldn't. You could go to the past, but that wouldn't change anything. That is any wreckage you hope of causing, trust me when I say this, that has already happened. You're adding nothing to history. You just didn't have knowledge of that yourself. Your grandfather wouldn't know that the guy trying to kill him was his grandson-to-be, but you would essentially fail. If your grandfather didn't die in 1960, it means you CANNOT go back to 1960 and kill him. You could cause him major inconvenience though but that would not stop him and ol' grandma from giving birth to your father, who in turn would give birth to the douche that you are.

Okay, now let's consider an actual test case from JK Rowling. The first major incident. The one where Harry and Hermione save Buckbeak. Now obviously, they thought that Buckbeak had been killed, but Dumbledore, who was the one to send them in the chase, obviously knew different. He knew that Buckbeak had not been killed and that is exactly why he said "If all goes well, you'd be saving more than one life today". It's like that everywhere in this world. You could never go back and change something that has happened beyond any doubt.

And this is exactly why no one wasted their time trying to change what they know they can't. It's not some huge plot loophole. And no, haters haven't got a major win against the PotterHeads.

An afterthought: I remember Hermione saying in PoA that Professor McG once told her, many wizards have accidentally killed their past or future self. Well to this I say, killing your future self is a perfectly possible case. Killing your past? In JKR's world? Not so much. I'm quite sure McGonagall said that just to scare off Hermione from overusing the thing.
PS I spent time on writing this with an empty stomach and with lots to do. Why? One, I wanted to and two, a meme saying "Why wasn't the time turner used and bla bla..." pissed me off.
PPS And I hope to write all this, again, in Bangla. I hope.

Wednesday, July 17, 2013

Gomen'nasai

I'm sorry Abbu, I couldn't be there. At the end. No, that was a lie. I could've been there, I just wasn't. I didn't catch the bus home on the day before. I didn't do it until it was far too late.

I'm sorry I rarely listened to your advices at one period. That period of time when I believed in my own intellectual superiority so much, disregarded almost everything you said.

I'm sorry all those times you made the trip to Dhaka just to meet us, I didn't make more time for you.

I'm sorry I put off going home during vacation for as much as I did.

I'm sorry that those times that I did go, I didn't spend more time with you and Ammu. Didn't wake up in time to have breakfast with you. Didn't distract myself from my own little world for enough time to maybe do some of the things you suggested.


I'm sorry Abbu, I haven't changed. I'm still hurting Ammu much in the same way.


Thursday, July 11, 2013

দি মাইটি তিন-স্টিক



ছবির এই জায়গাটা বুয়েটের শহীদ মিনারের সামনের চৌরাস্তায়। এই যে বস্তুটা দেখা যাচ্ছে(এবং যার উপর আমি দাঁড়িয়ে আছি) এটার পারপাজ কি কখনোই বুঝে উঠতে পারি নাই। হয়তো ট্রাফিক পুলিশের দাঁড়ানোর জন্য রেডি করা, হয়তো অন্য কিছু। এর অফিশিয়াল ইউজ কখনোই কাউরে করতে দেখি নাই, এইটারে কি বলে তাও জানি না, জানতেও চাই না।
আমাদের কাছে এইটা অনেক বেশি কাছের একটা জায়গা। আমাদের কাছে এইটা বিভিন্ন হলের বন্ধুদের এসে মিলিত হওয়ার জায়গা। আমাদের কাছে এটা আড্ডা দিয়ে রাত কাটিয়ে দেওয়ার জায়গা। আমাদের জন্য এটা অনেক অনেক সুখ-দুঃখ শেয়ার করার জায়গা। কোন আইডিয়া নিয়ে বকরবকর করে রাতকে দিন বানিয়ে ফেলার জায়গা। ফজরের আযান শোনার পরও "রাত আরও বাকি আছে, আরো কিছুক্ষন আড্ডা দিই" বলার জায়গা।

একান্তই আমাদের নিজেদের একটা জায়গা। 
আমাদের তিন-স্টিক। 


Tuesday, May 21, 2013

কলিং বেল

সার্ভিস ডিজাইন ল্যাবের হোমোয়ার্কের মধ্যে কলিং বেলের প্রতীক আঁকাইলাম।
সেই থেকেই মনে পড়ল এ মাসের শুরুতে যখন বাসায় গেছি, দেখি বাসার কলিং বেলের টোন চেঞ্জ হয়েছে। ছোটবেলা থেকেই বাসার কলিং বেলে লম্বা-চওড়া মিউজিক্যাল টোন শুনে আসছি। এবারই প্রথম শুনলাম ক্লাসিক ধরণের "ক্রিং" মার্কা টোন। কেন? আম্মুক্ব জিজ্ঞেস করলে বলেছিল আব্বুর অত বড় টোনে ভাল্লাগছিল না। বাসার কলিং বেলের "বেল"টা আব্বুদের রুমের জাস্ট বাইরে, ঐ ঘর থেকেই সবচেয়ে জোরে শোনা যায়। আব্বুর যেন পেইন না লাগে, তাই মিউজিক্যাল টোন বাদ দিয়ে ছোট টোন।
ঐবার বাসায় যখন ছিলাম তখনই আব্বুর অনেক বেশি গরম লাগছিল বলে মুভেবল এয়ার কুলার কিনে আনে ভাইয়া, যখন আব্বু যে রুমে তখন সেখানে নিয়ে যাওয়ার জন্য।
আব্বু সলিড কিছু খেতে পারছিল না বলে বাসায় হরলিক্স, গ্লুকোজ, গুঁড়ো দুধ এসব ভরিয়ে দেওয়া হয়। অসংখ্য ফল ছিল বাসায়, কারণ জ্যুস/শরবত খেতে পারছিল। সহজে স্যুপ বানানোর সরঞ্জাম রেডি ছিল।

আব্বুর লাংস ক্যান্সার ধরা পড়ে মার্চের শেষের দিকে। ধরা পড়ার পর দেড় মাস মাত্র বেঁচেছিল আব্বু।

এখনও আমাদের বাসা ভর্তি ফল, অনেক হরলিক্স-গ্লুকোজ বলে আমাকে দিয়ে দিয়েছে কিছু, কিছু ভাইয়াকে, কিছু আরও কাউকে।
আব্বুর পেনড্রাইভ, ইবুক রিডার পড়ে থাকত বাসায় পিসির পাশে। এখন আমার কাছে।
ড্রইং রুমে এখনও কুলারটা পড়ে আছে, হয়তো অনও করা হয় মাঝে মাঝে।

আব্বুর দাফন শেষে বাসায় ছিলাম যখন, অল্প-কয়বারই বেল বাজিয়েছি। ক্রিং করে শব্দটা হয়েছে। শুধু মনে হয়েছে, এখন আর আব্বুর সমস্যা হচ্ছে না মিউজিক্যাল টোনে। ছোট টোনে কোন সমস্যা দূরও হচ্ছে না আব্বুর। হচ্ছে না আর কিছুই।

Wednesday, January 02, 2013

"আমি ও আমার দাঁত"

আমার নিজের যদ্দুর মনে পড়ে ক্লাস টি বা থ্রি থেকে আমার দাঁত বেশ খানিকটা হলুদ। ঠিক সাধারণ না। দেখতে মনে হয় একটু খারাপই লাগে। ছোটবেলায় অনেক শুকনা-পটকা-দুর্বল একটা ছেলে ছিলাম। এই অসুখ-সেই অসুখ লেগে থাকত। আমিও থাকতাম বিভিন্ন ওষুধের উপর। কোন কোনটার সাইমেল্টেনাস রিএকশনের কারণে হয়তো সাদা রঙ হারায় গেছে। যাই হোক গায়ে লাগাই নাই আর কি বেশি। ছোট ছিলাম, দাঁতের রঙের মত আনইন্টারেস্টিং বিষয় নিয়ে চিন্তা করার সময় কই?
সমস্যাটা হইলো যখন বুঝলাম অন্যদের চোখে পড়ে জিনিসটা। আর এইটা আমারে কিঞ্চিত অস্বাভাবিক হিসেবে এস্টাব্লিশ করছে। প্রথম প্রথম এক দুইজন জিজ্ঞেস করতো "তোমার দাঁতে কোন সমস্যা আছে?"। পরের দিকে আর জিজ্ঞেস-টিজ্ঞেস করার ব্যাপার নাই, মোটামোটি ভালো সম্পর্ক যাদের সাথে তারা পরামর্শ দিত "নিয়মিত দাঁত মাজার অভ্যাস কর, নাহলে অনেক ক্ষতি হবে"। কিঞ্চিত খারাপ সম্পর্ক যাদের সাথে তারা আবর্জনার স্তুপ-টুপের সাথে তুলনা করে ফেলে এরকম অবস্থা। 
তো এসবে আমার প্রতিক্রিয়া কি হইল? আমি ব্যাপারটা নিয়ে কিঞ্চিত ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে শুরু করলাম। কথা বলার সময় মুখ বেশি ফাঁক করা যাবে না। হাহা করে প্রাণ খুলে হাসা যাবে না, পারতপক্ষে হাসি জিনিসটাকেই অ্যাভয়েড করতে হবে, যদি কখনো হেসেও ফেলি আটকাতে না পেরে, সাথে সাথে একটা হাত মুখের সামনে এনে দাঁতের ভিউ লুকাতে হবে। পুরাই গম্ভীর, ভীতিকর, ভাবিস্ট একজন মানুষ আর কি(আমি বলছি না আমার স্কুল লাইগে গম্ভীর, কিঞ্চিত অসামাজিক হওয়ার কোন ইম্পর্ট্যান্ট কারণ দাঁতের রঙ, তবে একটা কারণ তো বটেই)।
যাই হোক, আরেকটু বড় হলাম, বুঝতে শিখলাম কিছুমিছু। বুঝলাম আমার দাঁতের রঙ আসলে কাছের লোকজনের জন্য সেরকম সমস্যা না। ইন ফ্যাক্ট কারও জন্যই কোন সমস্যা না। সমস্যা যা সেইটা আমারই। এই হলুদ রঙের দাঁতের জন্য আমি হাসতে পারব না, সেইটা তো মেনে নেওয়া যায় না। সব ছবিতে আমি ঠোঁট চেপে ধরে গম্ভীর লুক দিব সেইটাও তো কাজের কিছু হল না। তাই আমি আবার আমার দাঁত বের করা শুরু করলাম। বিকট অট্টহাসি দেওয়া শুরু করলাম। এইটা কলেজের কথা। এখন অবস্থাটা এমনই দাঁড়িয়েছে যে মানুষজন আমার ছবি দেখে জিজ্ঞেস করে "ভাই তোর কি আদৌ কোন ছবি আছে যেখানে তোর দাঁত বের করা না?"। আমিও হেহে করে যাই। মানুষ এখন আবার আইসা দাঁত নিয়ে পচায়, ছবির ক্যাপশন দিয়ে দেয় "রুশো ও তার দাঁত"। আমিও পচি। আমারই তো দাঁত, হলুদ-টলুদ যাই হোক। আমি বের করে হাসতেই পারি। এটা নিয়ে কেউ মজা করতেই পারে, তার সাথে সাথে আমিও নাহয় মজা নিলাম। 
:D :D